বিএডিসির বীজ ডিলার/বীজ ডিলার/ বারি হতে মৌসুম শুরুর আগেই যোগাযোগ করতে হবে।
রবিমৌসুমে অগ্রহায়ণ, খারিফ মৌসুমে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে ৫০ সে. মি. x ২৫ সে.মি. দূরত্বে হেক্টরে ৮/১০ কেজি রোপণ করতে হবে। হোমাই/ভিটাভেক্স দ্বারা বীজশোধন করা হলে ভালো হয়। জমি ৪/৫টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে ঝুরঝরে করে নিয়েইউরিয়া ১৮০ কেজি, টিএসপি ১৫০ কেজি, এসওপি ১২০ কেজি, জিপসাম ১২০ কেজি, দস্তা৪-৫ কেজি এবং বোরাক্স প্রায় ১০ কেজি প্রতি হেক্টরে দিতে হবে। চারায়ছত্রাকের আক্রমণ হলে রোভরাল এবং কাটুই পোকা দমনে কার্বোফুরান ব্যবহার করতেহবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস